জয়সাগরের পূর্বপাড়ে এই বটগাছটি অবস্থিত। এর উত্তরে মহাশশ্মান রয়েছে। তারপর আরেকটি বটগাছ। এই বটগাছের নামে বিভিন্ন এলাকার লোকজন মানসা করে থাকে। পূর্বে বটগাছটির নীচে বিশ্রামের জন্য সুন্দর চেয়ার বানানো ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন এখানে পিকনিকের জন্য আসে। গাছটি রক্ষনাবেক্ষনের অভাবে ঐতিহ্য নষ্ট হতে চলেছে। স্থানীয় লোকজন এটি মেরামতের দায়িত্ব গ্রহন করে সেৌন্দর্য্য বৃদ্বি অব্যাহত রেখেছে। উপজেলা সদর হতে ১৩ কি.মি. পশ্চিমে নিমগাছী বাজার হতে ১ কি.মি. পশ্চিমে অবস্থিত। মহাসড়ক সংলগ্ন ভুইয়াগাতী বাসষ্ট্যান্ড হতে নিমগাছী হয়ে জয়সাগর দিঘীর পাড়ে আসলে বটগাছটি পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস