কালের স্বাক্ষী বহনকারী করতোয়া নদীর তীরে গড়ে উঠা রায়গঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো সোনাখাড়া ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ সোনাখাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম – ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ।
২) আয়তন – ৭ (বর্গ কিঃ মিঃ)
৩) লোকসংখ্যা – ৩৬২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
৪) গ্রামের সংখ্যা – ২২ টি।
৫) মৌজার সংখ্যা – ২১ টি।
৬) হাট/বাজার সংখ্যা -৩ টি।
৭) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস/সিএনজি/রিক্সা।
৮) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
* সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১৪টি।
* উচ্চ বিদ্যালয়ঃ - ২টি।
* নিম্নমাধ্যমিক বিদ্যালয় - ২ টি।
* মাদ্রাসা- ১০টি।
* কিন্ডার গার্টেন - ০৩টি।
* প্রি-ক্যাডেট মাদ্রাসা - ০১টি।
*কলেজ- ০২টি।
৯) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: আমজাদ হোসেন ছানা
১০) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
১১) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১ টি (জয়সাগর দিঘী)।
১২) ইউপি ভবন স্থাপন কাল –
১৩) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
১৪) গ্রাম সমূহের নাম –
১। নিমগাছী ২। পুল্লা ৩। শীতলপাই
৪। মৌহার ৫। দোস্তপাড়া ৬। গোতিথা
৭। বন্দিহার ৮। উটরাহাজিপুর ৯। মধুপুর
১০। ভূইয়ট ১১। বাশাইল ১২। ধলজান
১৩। খৈচালা ১৪। আকড়া ১৫। হাজিপুর
১৬। রুপাখাড়া ১৭। সোনাখাড়া ১৮। শ্রীরামপুর
১৯। গোপালপুর ২০। কলিয়া ২১। পশ্চিম আটঘরিয়া
২২। তালতলা
১৫) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
১৬) সরকারি গ্রোস সেন্টার -
১৭) কাঁচা রাস্তা -
১৮) পাঁকা রাস্তা -
১৯) ব্রীজ ও কালভার্ট -
২০) হস্তচালিত নলকূপ (ব্যক্তি মালিকানা) -
২১) আবাদী জমির পরিমাণ -
২২) অনাবাদী জমির পরিমাণ -
২৩) হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র - ০১টি।
২৪) পরিবার পরিকল্পনা কেন্দ্র - ০১টি।
২৫) কমিউনিটি ক্লিনিক - ০৩টি।
২৬) কিশোর-কিশোরী ক্লাব - ০১টি।
২৭) মসজিদ - ৩২টি।
২৮) মন্দির - ৩৩টি।
২৯) কবরস্থান -১০টি।
৩০) শ্বশান - ০৫টি।
৩১) প্রধান ফসল - ধান ও পাট।
৩২) অন্যান্য ফসল - গম, ভুট্টা, আঁখ, বেগুন, আলু, সীম, মরিচ, টমেটো।
৩৩) এনজিও প্রতিষ্ঠান সমূহের নাম :
* গ্রামীন ব্যাংক
* টিএমএসএস
* এনডিপি
* ব্যুরোবাংলা
* ব্রাক
* অগ্রণী ব্যাংক
৩৪) ভূমি অফিস - ০১টি।
৩৫) আদর্শ গ্রাম - ০১টি।
৩৬) গুদাম ঘর - ০১টি।
৩৭) ভোটার সংখ্যা - ১৬২৬৮ জন।
৩৮) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র - ১ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস