Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা।

 

 

অত্র ইউনিয়নের যাতয়াত ব্যবস্থা হলো সড়ক পথ।

 

 রাজধানী ঢাকা থেকে- সিরাজগঞ্জ হয়ে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদে (নিমগাছী বাজার) আসতে- 

 

ঢাকা হতে সিরাজগঞ্জ আসতে হলে প্রথমে মহাখালী বা গাবতলী বাসষ্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে বগুড়ার বাসগুলোতে এসে সিরাজগঞ্জ রোড বা ভূঁইয়াগাতীতে এসে নামতে হবে। ভূঁইয়াগাতী হতে পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড হয়ে নিমগাছী বাজারে আসতে হবে। নিমগাছী বাজারে আসলেই  ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।

সিরাজগঞ্জ হয়ে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদে (নিমগাছী বাজার) আসতে-

### সিরাজগঞ্জ শহর হতে (বাস হলে বগুড়া বাসষ্ট্যান্ড আসতে হবে) তাড়াশের বাসে উঠে সরাসরি নিমগাছী বাজারে নেমে ২নংসোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসা যায়। বাসের ভাড়া নিবে ২৫/৩০ টাকা।

 

###  সিরাজগঞ্জ শহর হতে  সিএনজিতে আসলে ভেঙ্গে ভেঙ্গে আসতে হবে। কড়ি তলা সিএনজি ষ্ট্যান্ড হতে সিরাজগঞ্জ রোড (ভাড়া নেবে-২০/-(বিশ) টাকা)। তারপর রোড থেকে ভূঁইয়াগাতী বাজার (ভাড়া নেবে -১৫/-(পনের) টাকা)। ভূঁইয়াগাতী হতে পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড হয়ে নিমগাছী বাজারে আসতে (ভাড়া নেবে-১০/-(দশ) টাকা ) হবে। নিমগাছী বাজারে আসলেই  ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।

উত্তরবঙ্গ থেকে- সিরাজগঞ্জ বা বগুড়া হয়ে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদে (নিমগাছী বাজার) আসতে-

সিরাজগঞ্জ হয়ে- উত্তরবঙ্গ হতে বাসে চড়ে ভূঁইয়াগাতীতে নেমে  উপরের লেখাগুলো অনুসরন করে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদে আসতে হবে।

বগুড়া হয়ে- বগুড়া হতে সিএনজি/বাসে করে ভূঁইয়াগাতীতে নেমে উপরের লেখা গুলো অনুসরন করে ২নং সোনাখাড়া ইউনিয়নে আসতে হবে।

জেলা শহর থেকে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের দুরুত্ব ৩৪ কি:মি:। বাস, কার, মোটর সাইকেল এবং রিকশা যোগে যাতায়াত করা যায়।

মোবাইল নং- ০১৯২৫-১৯০১৬১