অত্র ইউনিয়নের যাতয়াত ব্যবস্থা হলো সড়ক পথ।
ঢাকা হতে সিরাজগঞ্জ আসতে হলে প্রথমে মহাখালী বা গাবতলী বাসষ্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে বগুড়ার বাসগুলোতে এসে সিরাজগঞ্জ রোড বা ভূঁইয়াগাতীতে এসে নামতে হবে। ভূঁইয়াগাতী হতে পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড হয়ে নিমগাছী বাজারে আসতে হবে। নিমগাছী বাজারে আসলেই ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।
সিরাজগঞ্জ হয়ে- উত্তরবঙ্গ হতে বাসে চড়ে ভূঁইয়াগাতীতে নেমে উপরের লেখাগুলো অনুসরন করে ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদে আসতে হবে।
বগুড়া হয়ে- বগুড়া হতে সিএনজি/বাসে করে ভূঁইয়াগাতীতে নেমে উপরের লেখা গুলো অনুসরন করে ২নং সোনাখাড়া ইউনিয়নে আসতে হবে।
জেলা শহর থেকে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের দুরুত্ব ৩৪ কি:মি:। বাস, কার, মোটর সাইকেল এবং রিকশা যোগে যাতায়াত করা যায়।
মোবাইল নং- ০১৯২৫-১৯০১৬১Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS