Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গত ০৭/০৪/২০১২ইং তারিখ (শনিবার) ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন।
Details

গত ০৭/০৪/২০১২ইং তারিখ শনিবার অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৪০ দিনের কাজের উদ্বোধন হয়েছে। ৫ টি ভিন্ন ভিন্ন প্রকল্পে কাজ শুরু হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে,

(ক) বাশাইল মহাশশ্বানের মাটি ভরাট। (খ) কলিয়া কালি মন্দিরের আঙিনা হইতে সোনাখাড়া ইউপির শেষ সীমানা পর্যন্ত রাস্তা মেরামত। (গ) আকড়া হাফিজিয়া মাদ্রাসার নাইলা পুকুর খনন। (ঘ) শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট। (ঙ) রুপাখাড়া ওয়াহেদের বাড়ী হইতে রুপাখাড়া বাজার পর্যন্ত রাস্তা মেরামত।

এ কর্মসুচীতে ২৬৪ জন অতিদরিদ্র পরিবার উপকৃত হবে।

Attachments
Image
Publish Date
09/04/2012