Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন প্রসংগে।
Details

        উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত রুপকল্প-২০২১ অনুসারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এটুআই প্রোগ্রামের আওতায় ইউনিয়ন থেকে শুরু করে মন্ত্রণালয়/বিভাগ পর্যমত্ম একই ফ্রেমওয়ার্কে জাতীয় তথ্য বাতায়ন নির্মাণ করা হয়েছে। ‘‘পাবলিক সার্ভিস ডে-২০১৪’’ উপলক্ষে্ আগামী ২৩ জুন ২০১৪ইং তারিখ রোজ- সোমবার দুপুর ১২:৩০ ঘটিকায় মন্ত্রিপরিষদ কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল ওয়েব পোর্টাল উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। এ অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। বিটিভিতে সরাসরি সম্প্রচারিত এ উদ্বোধনী অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন পরিষদ হল কক্ষে অথবা চত্বরে জনসমাগম করে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অত্র উপজেলার সকল ইউআইএসসি উদ্যোক্তাগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। যা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নির্দেশ/পরামর্শে করতে হবে।

 

       উল্লেখ্য, আয়োজিত অনুষ্ঠানটি ছবি/ভিডিও ধারণ করতে হবে।

 

 

ধন্যবাদান্তে-

উপজেলা নির্বাহী অফিসার

রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Attachments
Publish Date
20/06/2014