Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জয়সাগর দিঘী
বিস্তারিত
সিরাজগঞ্জ শহর হতে ভূইয়াগাতী হয়ে নিমগাছী বাজারে আসতে হবে। বাজারের ৫০০ মিটার পশ্চিমে জয়সাগর দিঘী অবস্থিত। যাতায়াত ব্যবস্থা= বাস, কার, মোটর সাইকেল, রিকশা ইত্যাদি।

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি ও গোতিথা দুই মৌজার মধ্যেদীঘির অবস্থান। নিমগাছি বাজার থেকে দীঘির দুরত্ব পশ্চিম দিকে প্রায় ৫০০মিঃ। আয়তন প্রায় ৫৮ একর। জনশ্রূতি আছে বিরাট রাজার আমলে প্রজাদের জনকষ্ট নিবারণের নিমিত্তে এবং রাজার কয়েক লক্ষ গরু ও পানীয় জলের জন্য এই দীঘি খনন করা হয়। ঐতিহাসিকদের মতে পাল সাম্রাজ্যে দ্বিতীয় গোপাল ( ৯৪০-৯৬০ খ্রীঃ) রাজ্য শাসন করেন। এই দীঘিটি ওই সময় খনন করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে জয়সাগর দিঘী ফিশারী অফিসের আওতায় সুফলভোগীদের দ্বারা মাছ চাষ করছে।